Bangla gojol || বাংলা গজল পর্ব-১

 


 দেখা হলে সালাম করো

দেখা হলে সালাম করো
সালাম হলো ভাল থাকার দোয়া
প্রথমে যে সালাম করে হৃদয়টা তের জোসনা দিয়ে ধোয়া দেখা হলে সালাম করো সালাম হলো ভাল থাকার দোয়া প্রথমে যে সালাম করে হৃদয়টা তের জোসনা দিয়ে ধোয়া দেখা হলে সালাম করো সালাম হলো ভাল থাকার দোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কাউকে যদি সত্যি সালাম করো দুরের মানুষ কাছের হবে আপন হবে পরও কাউকে যদি সত্যি সালাম করো দুরের মানুষ কাছের হবে আপন হবে পরও ভালোবাসার রং মেখে ভাই পাবে তুমি ফেরদৌয়াছের ছোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কাউকে যদি সত্যি সালাম করো সালাম পাবে ছোট বড় সবে মা বাবাকেউ সালাম দিতে হবে সালাম পাবে ছোট বড় সবে মা বাবাকেউ সালাম দিতে হবে কাউকে তুমি চেন বা না চেন সেও তোমার সালাম পাবে ভুল করো না যেন কাউকে তুমি চেন বা না চেন সেও তোমার সালাম পাবে ভুল করো না যেন মনটা তখন উদার হবে থাকবে না আর অহংকারের ধোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম দেখা হলে সালাম করো সালাম হলো ভাল থাকার দোয়া প্রথমে যে সালাম করে হৃদয়টা তের জোসনা দিয়ে ধোয়া দেখা হলে সালাম করো সালাম হলো ভাল থাকার দোয়া প্রথমে যে সালাম করে হৃদয়টা তের জোসনা দিয়ে ধোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম




হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে

হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া... কিসের আশায় রইলিরে মন মালিক রে ভুলিয়া..? ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া তুই মালিক রে ভুলিয়া.. =============== ধনসম্পদ পাইয়া হাতে.. করলি জমিদারি.... ক্ষমতার অহংকারে.. করলি বাহাদুরি.. ও তুই করলি বাহাদুরি.. ধনসম্পদ পাইয়া হাতে.. করলি জমিদারি.... ক্ষমতার অহংকারে.. করলি বাহাদুরি.. ও তুই করলি বাহাদুরি.. ও তোর রেশমি পোশাক সোনার আংটি..... ও তোর রেশমি পোশাক সোনার আংটি.. নেবে...স্বজনরা খুলিয়া... কিসের আশায় রইলিরে মন মালিক রে ভুলিয়া.. ও তুই মালিক রে ভুলিয়া.. মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া তুই মালিক রে ভুলিয়া... =========== ক্ষনে ক্ষনে কবর ডাকে, আয় রে আমার বাড়ি.. মাটির ওপর থাকবি রে তুই দিন কয়েক চারি.. ও তুই দিন দুয়েক চারি.. ক্ষনে ক্ষনে কবর ডাকে, আয় রে আমার বাড়ি.. মাটির ওপর থাকবি রে তুই দিন কয়েক চারি.. ও তুই দিন দুয়েক চারি... আসতে তোর হবে একদিন..... আসতে তোর হবে একদিন. সাদা কাফন পড়িয়া... কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ? ও তুই মালিক রে ভুলিয়া ? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া... কিসের আশায় রইলিরে মন মালিক রে ভুলিয়া..? ও তুই মালিক রে ভুলিয়া ? মালিক রে ভুলিয়া ? ও তুই মালিক রে ভুলিয়া..?




হৃদয়তে কাবা নয়নে মদিনা

হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা লা ইলাহাতে পাল তুলিয়া মদিনারই পথ ধরিয়া আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা খাজা আবদুল্লার ঐ নাম ধরে মা আমিনার ঘরে খাজা আবদুল্লার ঐ নাম ধরে মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে আমি ঐ নবীজীর রওজা দেখে হব দিওয়ানা আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা অলি গাউস নবী রাসুল নূর নবীজী সবারই মুল অলি গাউস নবী রাসুল নূর নবীজী সবারই মুল সেই নবীজী শুয়ে আছেন সোনার মদিনা আজকে তিনি শুয়ে আছেন সোনার মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা





No comments

Powered by Blogger.